কোনো চাপ ছাড়াই স্বাধীনভাবে জকসু নির্বাচন হবে: জবি উপাচার্য

প্রকাশ :

সংশোধিত :

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন নিয়ে কোনো দল, গোষ্ঠী বা সরকারের পক্ষ থেকে কোনো ধরনের চাপ বা নির্দেশনা নেই। সম্পূর্ণ স্বাধীন ও স্বচ্ছভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “জকসু নির্বাচনে সবার অংশগ্রহণ থাকবে এবং শিক্ষার্থীরা প্রথমবারের মতো আয়োজিত এই নির্বাচন উপভোগ করবে—এটাই আমাদের প্রত্যাশা। শিক্ষার্থীদের ভোটেই প্রতিনিধিরা নির্বাচিত হবেন এবং তারা শিক্ষার্থীদের পক্ষ থেকে কাজ করবেন।”

উপাচার্য আরও বলেন, “বর্তমান শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকলে আমরা প্রতি বছর জানুয়ারিতে নিয়মিতভাবে জকসু নির্বাচন আয়োজনের চেষ্টা করব। এটি হলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটি অনন্য নজির স্থাপন হবে।”

জকসুর তহবিল ও বাজেট প্রসঙ্গে তিনি জানান, এখনো আলাদা কোনো বাজেট নির্ধারিত হয়নি। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় থেকেই জকসুর ব্যয় মেটানো হবে। রেভিনিউ থেকে অর্থ বরাদ্দ দেওয়া হবে এবং ইউজিসির রিভাইস বাজেটে খরচের বিষয়টি সমন্বয় করা হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা থেকে জকসুর জন্য একটি ফান্ড রাখা হবে এবং বাকি খরচগুলো ফিন্যান্সিয়াল কমিটির মাধ্যমে নির্ধারণ করা হবে।

উল্লেখ্য, গত বুধবার (৫ নভেম্বর) জকসু নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান।

সর্বশেষ খবর